স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১৮ ডিসেম্বর।। গন্ডাছড়া মহাকুমায় আরো একটি পালক যুক্ত হলো, প্রায় দুই কোটি টাকা ব্যয় -এ নির্মাণ হবে পঞ্চাশ শয়্যা বিশিষ্ট কলেজ বয়েজ হোসটেল, তারই সূচনা হলো শুক্রবার, ওই দিন বারটায় গন্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ডস্থিত কলেজ মাঠে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া, রাইমাভ্যালির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সহ প্রশাসনিক কর্মকর্তারা, মঙ্গল প্রদীপ প্রজ্জলেন মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী মেবার কুমার জামাতিয়া, ফলক উন্মোচন সহ ভিত্তি প্রস্থর স্থাপন করে বন মন্ত্রী জানান মহকুমার এই সরকারি ডিগ্রি কলেজে পাটরত ছাত্রদের জন্য পঞ্চাশ শয়্যা বিশিষ্ট বয়েজ নির্মাণে ব্যয় হবে মোট দুই কোটি টাকা, অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগমে গান ও নৃত্য পরিবেশন করা হয়, প্রসঙ্গত উল্লেখ্য ওই দিনের অনুষ্ঠানে কোন বি জে পি নেতাকেই মঞ্চেই বা অনুষ্ঠান মাঠে লক্ষ করা যায়নি, বি জে পি নেতাদের অনুপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে গোটা মহকুমা জুড়ে।