অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। বিক্রি করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর অফিস। অনলাইন ই-কমার্স সাইট ওএলএক্সে এমনই এক বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ই-কমার্স সাইটে রীতিমত প্রধানমন্ত্রীর বারাণসীর সাংসদ কার্যালয়ের ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ঘটনার জেরে গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী সাংসদ কার্যালয়কে একটি বাড়ি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ওই বাড়িতে চারটি ঘর, চারটি শৌচাগার এবং প্রায় সাড়ে ছয় হাজার স্কয়ার ফুট ফাঁকা জায়গা আছে। বাড়িটির একটি ছবিও পোস্ট করা হয়।
বাড়িটির দাম নির্ধারণ করা হয় সাড়ে সাত কোটি টাকা। বিষয়টি নজরে আসতেই অনেকেই ভিরমি খান। খবর পৌঁছয় বিজেপি নেতৃত্বের কানে। দল বা প্রধানমন্ত্রীর কোনও প্রতিনিধি এই বিজ্ঞাপন দেননি। তাহলে বিজ্ঞাপনটি এল কোথা থেকে! বিজেপি নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ জানায়।
এরপর পুলিশ ই-কমার্স সাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেয়।
জানা গিয়েছে লক্ষীকান্ত ওঝা নামে এক ব্যক্তি ওএলএক্সে এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন। পুলিশ তাকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই এই বিজ্ঞাপনের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। কী কারণে এই বিজ্ঞাপন দেওয়া হলো তা জানতে তদন্ত করছে পুলিশ।
তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিভিন্ন সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তুলে দিতে চাইছেন বেসরকারি সংস্থার হাতে।
মোদি যেভাবে লাগাতার সরকারি সম্পত্তি বিক্রি করার কাজ চালাচ্ছেন তার প্রতিবাদ জানাতেই প্রধানমন্ত্রীর অফিস বিক্রির বিজ্ঞাপন। তবে এই বিজ্ঞাপন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে, নাকি নেহাতই মজা করার জন্য কেউ দিয়েছে সেটাই জানতে চাইছে পুলিশ।