স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৮ ডিসেম্বর।।শ্লীলতাহানীর ও ধর্ষণের দায়ে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালত। সাজা প্রাপ্ত ব্যক্তির নাম বিল্লাল মিয়া।সংবাদ সূত্রে জানা গেছে২০১৭ সালের ২৫ শে মে এক মহিলা সুনামুরা গিয়েছিলেন। সেখান থেকে তিনি একটি মারুতি গাড়ি করে বাড়িতে ফিরছিলেন। মারুতি গাড়ি করে বাড়িতে ফেরার সময় দুই যুবক তাকে তেল কাজলা এলাকায় শ্রীলতাহানি ও ধর্ষণ করে।
এ ব্যাপারে সোনামুড়া থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়। সোনামুড়া থানার পুলিশ তেলকাজলা এলাকা থেকে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল। সেখান থেকে অভিযুক্ত দুজনকে আটক করেছিল পুলিশ। ঘটনার তদন্ত ক্রমে সোনামুড়া থানার পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে।সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ শুনানির পর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।জেলা ও দায়রা জজ অভিযুক্ত বিল্লাল মিয়া কে এই মামলায় দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ।আদালতের এ ধরনের রায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।এধরনের রায়ের ফলে শ্রীলতাহানি ধর্ষণসহ অপরাধ প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন।যেকোনো অপরাধপ্রবণতার পর আদালত যদি সঠিক বিচার না করে তাহলে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হতে পারে না বলেও সাধারণ মানুষের অভিমত।সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালত এক মহিলাকে শ্রীলতাহানি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন সাধারণ মানুষ জন।