অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। নার্সিং পড়ার জন্য অসমের বরপেটা থেকে এক ছাত্রী এসেছিলেন বেঙ্গালুরুতে। সোমবারই তিনি বেঙ্গালুরু এসে পৌঁছন। বুধবার ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই ছাত্রীকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল। নার্সিংয়ের ওই ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে অসমে। ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে চিঠি দিয়েছেন বরপেটার সাংসদ আবদুল খালেক।
ওই চিঠিতে সাংসদ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত আনিসুর রহমান নামে এক যুবক। যদিও আনিসুরের মাধ্যমেই বেঙ্গালুরুতে নার্সিং পড়তে ভর্তি হয়েছিলেন অসমের ওই তরুণী। সোমবার তিনি শহরে আসেন।
আনিসুর ওই ছাত্রীর আত্মীয় বলে জানা গিয়েছে। আনিসুরের বিরুদ্ধে ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশ খুন ও ধর্ষণের মামলা দায়ের করেছে। বেঙ্গালুরু পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আনিসুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০২ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আনিসুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান।
এদিকে বেঙ্গালুরু শহরে এই ধরনের ঘটনার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বুধবারের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই বেঙ্গালুরু শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রছাত্রীরা। তারা ওই ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় জড়িতরা কেউ পার পাবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।