স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর।। কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক ২ প্রতারক যুবকের নাম ভবেশ কুমার এবং রঞ্জিত কুমার। তাদের বাড়ি বিহারে।
ঘটনার বিবরণে জানা যায় কল্যাণ পুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় ওই দুই প্রতারক যুবক সোনা পরিষ্কার করে দেওয়ার নাম করে একটি বাড়ি থেকে সোনার জিনিস হাতিয়ে নেয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দেন।
স্থানীয় জনতা প্রতারক ওই দুই যুবককে আটক করে উত্তম-মধ্যম দেন। উত্তম-মধ্যম এ তারা দুজন অল্পবিস্তর আহত হয়। তারপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে গণপ্রহারে জখম দুই প্রতারক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে কল্যাণপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। উল্লেখ্য রাজ্যের কিছু প্রতারক লোকজন প্রতিনিয়ত এ ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছে। এসব প্রতারকদের সম্পর্কে সচেতন থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।