স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৭ ডিসেম্বর।। সিপাহীজলা জেলার সোনামুড়া মহুকুমার কমলনগরের কাটিগড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দুটি মোটর বাইক এবং প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সংবাদ সূত্রে জানা গেছে,সোনামুড়া থানার ওসির নেতৃত্বে সোনামুড়া থানার পুলিশ কমলনগরের কাটিগড়া এলাকার জুয়েল হোসেনের বাড়িতে হানা দেয়।পুলিশের কাছে আগাম সুনির্দিষ্ট খবর ছিল জুয়েল হোসেনের বাড়িতে দুটি চুরি যাওয়া বাইক সহ প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী মজুদ রয়েছে।
সেই খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে সোনামুড়া থানার পুলিশ সাফল্য পেয়েছে।তার বাড়িতে মজুত রাখা দুটি বাইক এবং প্রচুর শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে সোনামুড়া থানায় একটি মামলা গৃহীত হয়েছে।শুকনো গাঁজা এবং দুটি মোটর বাইক উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিক জুয়েল হোসেনকে আটক করা যায়নি। তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ধারণা করা হচ্ছে পুলিশের আচ পেয়ে জুয়েল হোসেন বাড়ি থেকে পালিয়ে গেছে।নেশাজাতীয় সামগ্রী এবং দুটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য মজুদ রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আগাম সংবাদের ভিত্তিতে অভিযান অভিযান চালানোর ফলে এসব সামগ্রীবাংলাদেশে পাচারের প্রয়াস ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য সুনামুরা সীমান্ত দিয়ে প্রতিনিয়তই চুরি করে নিয়ে যাওয়া বাইকএবং নেশাজাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে।গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি বাইক এবং নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সোনামুড় থানার ওসি জানিয়েছেন।