স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ ডিসেম্বর।। রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম এর হাবরা তলী এলাকায় বাইক দুর্ঘটনায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। সংবাদ সূত্রে জানা গেছে মনুঘাট থেকে এক দম্পতি বাইকে করে বাড়িতে যাচ্ছিলেন।
হাবরা তলী এলাকায় একটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে বাইক আরোহী মহিলা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় মহিলা গুরুতরভাবে জখম হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
বাইক চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। খোয়াই জেলার কল্যাণ পুর থানা এলাকার কুঞ্জবনে বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে।দুর্ঘটনার পর দমকল বাহিনীর জওয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত যুবককে উদ্ধার করে কলানপুর হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে বুধবার উদয়পুর থেকে স্কুটি করে আগরতলায় চাকুরিচ্যুত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধনে অংশ নিতে আসা এক শিক্ষক দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাটি ঘটেছে আগরতলা জাতীয় সড়কের বাগমা এলাকায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে যান। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।
দমকল বাহিনীর জওয়ানরা আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরপর পথ দুর্ঘটনা ঘটতে থাকায় পথচারী সহ সাধারণ মানুষের মধ্যে চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে।
দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং ট্রাফিক দপ্তরের প্রয়াস অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। চালকদের দ্রুতগামী তা এসব দুর্ঘটনা বৃদ্ধির জন্য অন্যতম কারণ বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।