অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। করোনা সংক্রমণ ঠেকাতে মানুষকে বারবার মাস্ক পরতে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মাস্ক পরতে তাঁর নিজেরই প্রবল আপত্তি রয়েছে। আম আদমি পার্টির শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নিজেই মাস্ক পরতে চাইছেন না। যথারীতি এই ভিডিও হাতে পেয়ে মোদিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করতে চায়নি আম আদমি পার্টি। আপের শেয়ার করা ওই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
নেটিজেনদের অনেকেই এ ঘটনায় যেমন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। কেউ কেউ আবার আপের উদ্দেশ্যে বলেছে, সবকিছুর একটা সীমা থাকা দরকার। প্রশ্ন হল আপের শেয়ার করার ভিডিয়োয় কী দেখা গিয়েছে? ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, কোনও এক মেলায় হস্তশিল্পের স্টলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোদি। প্রধানমন্ত্রীর মুখে সে সময়ে কোন মাস্ক ছিল না। সেই স্টলে মাস্ক বিক্রি হচ্ছিল।প্রধানমন্ত্রীর মুখে মাস্ক না থাকায় এক স্বেচ্ছাসেবক তাঁকে মাস্ক দিতে চাইলে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে তাঁর হাতে মাস্ক দেওয়া হলেও তিনি সেটি নামিয়ে রাখেন।
এমনকি, হাত নেড়ে বোঝান যে তিনি মাস্কটি নিতে চাইছেন না। এরপর তিনি অন্য স্টলগুলির দিকে এগিয়ে যান এবং তাদের শিল্পসামগ্রী ঘুরে দেখেন। এরপরই ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আম আদমি পার্টি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখে, করোনার সংক্রমণ রুখতে সকলেই মাস্ক পড়ুন। মোদিজির মত হবেন না। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তে নেটিজেনদের অনেকেই মাস্ক না পড়ার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। আবার কেউ কেউ আপকে কটাক্ষ করে লিখেছেন, এ ধরনের কাজের জন্য সমালোচনা অবশ্যই করা উচিত। তবে সেটা সীমার মধ্যে থেকে করাই বাঞ্ছনীয়। উল্লেখ্য, এতদিন বিভিন্ন জনসভা থেকে শুরু করে সরকারি কর্মসূচি সর্বত্রই প্রধানমন্ত্রী আমজনতাকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। অথচ প্রধানমন্ত্রী নিজেই সেই নিয়ম না মানায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।