স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৭ ডিসেম্বর।। আমবাসা বিধানসভার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন এলাকার বিধায়ক পরিমল দেববর্মা। উনার বিধানসভা এলাকায় বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আমবাসা ব্লকের কমলাছড়া ভিলেজ কমিটির অধীন দেববর্মা পাড়া এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক পরিমল দেববর্মা। এই এলাকাটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। রাস্তাঘাট, পানীয় জল, সহ বিভিন্ন সমস্যা রয়েছে এলাকায়।
এ এলাকায় বেশিরভাগ উপজাতি পরিবারের বসবাস। বিগত বাম সরকারের আমল থেকেই এই এলাকায় উন্নয়নের ছোঁয়া পড়েনি, বিশেষ করে এই এলাকাটি রাস্তার সমস্যা ও পানীয় জলের সমস্যায় ভুগছে। ভোট আসে ভোট যায় কিন্তু সমস্যার সমাধান হয়না দেববর্মা পাড়া এলাকার। তাই এলাকাটি পরিদর্শন করে বিধায়ক পরিমল দেববর্মা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন অতিসত্বর যেন এই এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধান করা হয়।
আজকের এই পরিদর্শনে বিধায়কের সাথে ছিলেন আমবাসা মহকুমা শাসক জে বি দোয়াতি, আমবাসা আর,ডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এক সাক্ষাৎকারে বিধায়ক পরিমল দেববর্মা বলেন এ এলাকাটি দীর্ঘদিন ধরেই উন্নয়ন থেকে পিছিয়ে, খুব সহসাই এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। এখন দেখার বিষয় হল দেববর্মা পাড়া এলাকাবাসীদের এই সমস্যা কবে নাগাদ সমাধান হয়।