২৫ বছর ধরে ত্রিপুরার কৃষকদের পিছিয়ে রেখেছিল কমিউনিস্টরা, অভিযোগ মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। বুধবার রাজধানীর রবিন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত হল কৃষক সম্মেলন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন ২৫ বছর ধরে ত্রিপুরার কৃষকদের পিছিয়ে রেখেছিল কমিউনিস্টরা। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার কৃষকরা স্বাভিমানী হয়েছেন। আজকে কৃষক আন্দোলনের নামে কমিউনিস্টরা ভুল বোঝাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের স্বার্থেই আইন প্রণয়ন করেছে।

ত্রিপুরায় শুধু আন্দোলনের নামে কৃষকদের নিয়ে লাইন লম্বা করেছিল আগের সরকার। কিন্তু তাঁদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বলবৎ করেনি। আগে কৃষকদের থেকে ধান কিনে বলা হত পরে টাকা দেবে। কিন্তু এখন কৃষকরা বলেন, আগে টাকা দিন তারপর ধান নিন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষক সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরার হাজার হাজার কৃষক বছরে ছ’হাজার করে টাকা পাচ্ছেন।

কমিউনিস্টদের ২৫ বছরে কৃষিতে বৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ। ভারতীয় জনতা পার্টির সরকারের সময়ে আড়াই বছরে তা বেড়ে ১৩.৫ শতাংশ। আগে কমলপুরের কমলা লেবু পচে যেত। কারণ তা বাণিজ্যিকিকরণ করার উদ্যোগ আগের সরকারের ছিল না। এখন কমলপুরের কমলা লেবু দুবাই পৌঁছে যাচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে ত্রিপুরার কুইন আনারস। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে আবেদন রাখেন সবাই যেন মানুষের কাছে গিয়ে সরকারের কাজ সম্পর্কে জনগণকে অবগত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?