স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ ডিসেম্বর।। রাজ্যের কৃষকদের স্বার্থে রাজ্য সরকার যে প্রকল্পগুলি নিয়েছে তাঁরা সেগুলির সমস্ত সুবিধা গ্রহণ করছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিসি নগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিমল ঘোষের আনারস ও কাঁঠাল বাগান ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। বিমলবাবু জানিয়েছেন আগের থেকে অনেক বেশি দামে এখন আনারস বিক্রি করতে পারছেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মুখ্য উদ্দেশ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। এখন তা ত্রিপুরায় বাস্তবায়িত হচ্ছে। আগে আন্দোলনের নামে কৃষকদের রাস্তায় নামিয়ে দেওয়া হতো। কিন্তু এখন মানসিকতা বদলেছে। কৃষকরা ক্ষেতে গিয়ে ফসল ফলাচ্ছেন। তাঁরাও আর্থিক ভাবে লাভান্বিত হচ্ছেন। একই ভাবে রাজ্যের অর্থনীতিও বিকশিত হচ্ছে।