অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে তোপ দেগে বলেছিল, যে আলোচনা, আশ্বাস কৃষকদের চিন্তা দূর করতে পারছে না, সেই আশ্বাসে কী লাভ? আর বৃহস্পতিবার শীর্ষ আদালত কেন্দ্রকে পরামর্শ দিল আপাতত কৃষি আইন স্থগিত রাখার।
এদিন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে ছিল কৃষি আইন নিয়ে দ্বিতীয় দফার শুনানি।এদিন এই আইন নিয়ে কেন্দ্র, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানা সরকারের মত শোনে আদালত।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আনা নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কৃষকরা।এদিন প্রধান বিচারপতি বলেন, আন্দোলন, প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ না তা কোনও সম্পত্তিহানি বা জীবনহানি ঘটাচ্ছে।
এই সমস্যার সমাধানে ইতিমধ্যেই সবপক্ষকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের পরামর্শ কেন্দ্রকে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাঁদের এই আন্দোলন ইতিমধ্যেই ২০ দিন পেরিয়ে গিয়েছে।