বিবাহ-বিচ্ছেদে অভিন্ন বিধির দাবিতে কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। ডিভোর্স ও খোরপোষের মামলায় অভিন্ন নিয়ম চালু করা নিয়ে কেন্দ্রকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। সংবাদসংস্থা সূত্রে খবর, বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় দু’টি পৃথক জনস্বার্থ মামলা করেছেন শীর্ষ আদালতে।

সেখানে তিনি বলেছেন, সমস্ত ধর্মে মহিলাদের সমান অধিকার দিতে হবে ও কোনও ধর্মীয় আচরণ যদি তাদের মৌলিক অধিকার খর্ব করে, তাহলে সেই আচরণকে আইনি সুরক্ষাকবচ দেওয়া দরকার।

এই সংক্রান্ত পিটিশন জমা পড়ায় কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলেছে সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি এস এ বোবড়ে, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামসুব্রহ্মণ‌্যমের বেঞ্চে মামলাটি ওঠে। এদিন বিবাহ বিচ্ছেদের অভিন্ন নিয়মের জন্য সওয়াল করেন আইনজীবী পিঙ্কি আনন্দ। অন্যদিকে খোরপোষের অভিন্ন নিয়মের জন্য সওয়াল করেন আইনজীবী মীনাক্ষি আরোরা। নিজেদের পর্যবেক্ষণে

এদিন বেঞ্চ জানায়, পিটিশনকারী তাঁদের এমন একটি দিকে নিয়ে যেতে চাইছে যা পার্সোনাল ল বা ব্যক্তিগত আইনের উপর হস্তক্ষেপ হতে পারে, এবং যা কিছু ব্যক্তিগত আইন সিদ্ধ তা নষ্ট  হতে পারে। পিটিশনে বলা হয়েছে, বিবাহ বিচ্ছেদের নিয়ম বিভিন্ন ধর্মের জন্য আলাদা।  যেমন বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য হিন্দু, খ্রিস্টান ও পার্সিরা বিবাহ বিচ্ছেদ চাইতে পারলেও মুসলিমরা তা পারে না।

আবার যৌন সংগমে অক্ষমতার কথা বলে হিন্দু ও খ্রিস্টানরা বিবাহ বিচ্ছেদ চাইতে পারলেও   অন্য ধর্মে তেমনটা হয় না। এদিনের শুনানির শেষে যদিও কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে আদালত। এখন দেখার এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র কি উত্তর দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?