স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১৭ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার পঞ্চায়েতের এক কর্মীকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে সাব্রুম নগর পঞ্চায়েত এর এক কর্মীকে রাজেন্দ্র ফুড প্রোডাক্ট ড্রিংকিং ওয়াটার এর মালিক ও তার ভাই মারধর করেন।
প্রকাশ্য রাস্তায় নগর পঞ্চায়েতের সাফাই কর্মীকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে।
এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল থেকে। সাফাই কর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। ঘটনার পর থেকে অন্যান্য সাফাই কর্মীরা এ ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা চাঁপাইয়ের কাজ বন্ধ রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছে।