স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৭ ডিসেম্বর।।ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য সরকার প্রতিনিয়ত কাকড়াবন শালগড়া মন্ডলের জনগণের জন্য উপহার দিয়ে যাচ্ছে। প্রায় প্রতিনিয়তই কোন না কোন ক্ষেত্রে এই মন্ডল সমৃদ্ধশালী হচ্ছে। কাকড়াবন ব্লকের অন্তর্গত ইচাছড়া গ্রাম পঞ্চায়েতের বনদপ্তরের অধীনস্থ উদয়পুর কাকড়াবন রাস্তার পাশের পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০০৭সালের ১০ই নভেম্বর তৎকালীন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের হাত ধরে।
তারপর দীর্ঘ ১৩বছর অতিক্রান্ত হয়েছে। প্রতিবারই বামফ্রন্টের প্রার্থী এলাকার বিধায়ক হয়েছে মন্ত্রীও হয়েছে। কিন্তু পার্কটিকে সংস্কার বা উন্নত করার ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা করেনি। আজকের দিনে এই মন্ডলে বিজেপি দলের বিধায়ক না থাকা সত্ত্বেও দলগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের কাছে আবেদন করেছে পার্কটিকে সংস্কার করে বিনোদনের যোগ্য করে তোলার জন্য। কিছুদিন আগে বনদপ্তর থেকে সবুজ সঙ্কেত দিয়ে প্রায় এক কোটি টাকা বরাদ্দ করেছে এবং আজকে একটি বিশেষ আধিকারিকের দল এলাকাটি পরিদর্শন করেছে। অতি শীঘ্রই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পর ঠিকেদারি সংস্থাকে কাজের বরাত দেওয়া হবে। অতি শীঘ্রই রাজ্যের পর্যটনের চিত্রে কাকড়াবনের নামও নথিভুক্ত হবে বলে আশা করা যায়।