স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ ডিসেম্বর।।
বিশালগড় থানার পুলিশ চরিলাম মধ্যপাড়া এলাকা থেকে ১০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় সামগ্রীসহ ১ ব্যক্তিকে আটক করেছে।উদ্ধার করা নেশার সামগ্রীর মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার ,এসকাপ কফ সিরাপ সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী।
এই ঘটনায় এক নেশা কারবারিকে জ্বালিয়ে তুলেছে পুলিশ। তার নাম প্রাণ কৃষ্ণ দাস।ঘটনার বিবরণ দিয়ে বিশালগড় থানার ওসি জানিয়েছেন তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসে চরিলাম এর মধ্য পাড়া এলাকার প্রাণ কৃষ্ণ দাস এর দোকানে এবং বাড়িতে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী মজুদ রয়েছে।
সেই খবরের ভিত্তিতে বিশালগড় থানার ওসির নেতৃত্বে পুলিশ মধ্যপাড়ায় প্রাণ কৃষ্ণ দাসের বাড়িতে এবং দোকানে অভিযান চালায়। অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সংবাদ সূত্রেআরো জানা গেছে বিশালগড় থানার পুলিশ চরিলাম এর মধ্যপাড়ায় প্রাণ কৃষ্ণ দাস এর দোকানে অভিযান চালাতে গেলে পুলিশের কাজে বাধা দেয় দোকানের মালিক ।
বাধা উপেক্ষা করে পুলিশ তার দোকানে প্রথমে তল্লাশি চালায়। দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়। এরপর তার বাড়িতে তল্লাশি চালানো হয়।বাড়ি থেকেও মজুদ করা নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় থানার পুলিশ।
জানা গেছে ইতিপূর্বেও প্রাণ কৃষ্ণ দাস নামে ওই ব্যক্তি নেশাজাতীয় সামগ্রী মজুদ এবং পাচার করার দায়ে মামলায় অভিযুক্ত হয়েছিল। তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।এ যাত্রায় দ্বিতীয়বার নেশাজাতীয় সামগ্রীসহ তাকে আটক করা সম্ভব হয়েছে।জানা গেছে এইসব নেশাজাতীয় সামগ্রী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও প্রচার করা হতো।
তাকে জিজ্ঞাসাবাদ করে এই সকল জড়িত আরো অন্যান্য দেশ সম্পর্কে তথ্য ও তাদের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে বিশালগড় থানার ওসি জানিয়েছেন।