স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ ডিসেম্বর।। কেন্দ্রীয় সরকারের নয়া বিদ্যুৎ বিল বাতিলসহ চার দফা গুরুত্বপূর্ণ দাবিতে বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে চারটি বামপন্থী সংগঠনের ডাকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আগরতলায় বনমালী পুর স্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে চারটি বামপন্থী সংগঠনের ডাকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়।
আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন নেতা তথা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে।বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে শামিল হয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী অভিযোগ করেছেন বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ব্যবস্থার চরম ক্ষতি সাধিত হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল লাখো করার হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে তিনি আশঙ্ক ব্যক্ত করেছেন।রাজ্যের প্রসঙ্গ টেনে এনে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী বলেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হয়েছিল। বিদ্যুৎ নিগমের আয় বৃদ্ধি পেয়েছিল।
উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল।কিন্তু বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ নিগমের অবস্থা বেহাল বলে তিনি অভিযোগ করেন।প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী বলেন কোনভাবেই বিদ্যুতের মাশুল বাড়ানো যাবে না। এই ইস্যুতে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত বলেও জানান।
এদিকে ধলাই জেলার আমবাসা তেও বিদ্যুৎ নেই গম অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছে বামপন্থী চারটি সংগঠন।রাজ্যের অন্যান্য স্থান থেকে বিদ্যুৎ বিল বাতিল সহ চার দফা দাবিতে বামপন্থী চারটি সংগঠনের ডাকে আন্দোলন কর্মসূচি পালনের খবর মিলেছে।