অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। বৃহস্পতিবার ঘড়ির কাঁটা মিলিয়ে বিকেল ৩টা ৪১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভির পিঠে চেপে পৃথিবীর কক্ষপথের দিকে উড়ে গেল ইসরোর নতুন কৃত্রিম উপগ্রহ সিএমএস-০১।
ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মায়া কাটিয়ে ইতিমধ্যেই কক্ষপথে পৌঁছে গিয়েছে সিএমএস-০১। এবার রকেট থেকে আলাদা করে এই কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে বসানোর কাজ শুরু হবে। যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে এই নতুন কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইসরো।
বর্তমানের জিস্যাট-১২ টেলিকমিউনিকেশন স্যাটেলাইটকে বাতিল করে তার জায়গায় সিএমএস-০১ বসানো হচ্ছে পৃথিবীর কক্ষপথে।এই কৃত্রিম উপগ্রহ ভারতের দ্বীপগুলিতে এবং প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় আরও গতিশীল ও উন্নত করে তুলবে। ইন্টারনেট পরিষেবা হবে আরও সহজলভ্য।
তবে শুধু টেলি যোগাযোগের ক্ষেত্রে নয় এই নতুন কৃত্রিম উপগ্রহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং কৃষিকাজ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও পাঠাবে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নতুন কৃত্রিম উপগ্রহের সাহায্যে টেলিএডুকেশন, টেলিভিশন, টেলিমেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতির হবে।
এছাড়াও লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ-সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা যেমন সুগম হবে তেমনি সহজলভ্য হবে ইন্টারনেট। দেশের যে সমস্ত দুর্গম জায়গায় কেবলের সাহায্যে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব নয় সেই সমস্ত এলাকায় ইন্টারনেট পৌঁছে দেবে সিএমএস-০১।