অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। অবনয়ন হল ভারতের। বিশ্বের ১৮৯ টি দেশের মধ্যে মানব উন্নয়ন সূচকে ভারত পেল ১৩১ নম্বর স্থান। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি-র রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। জাতীয় স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান, দারিদ্র, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির উপর নির্ভর করে এই সূচক তৈরি হয়। এই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৮-র তুলনায় ২০১৯-এ ভারতীয়দের মাথাপিছু রোজগার ও কিছুটা কমেছে। ২০১৮-য় ভারতে আয় ছিল মাথাপিছু ৬৮২৯ ডলার। সেখানে ২০১৯-এ সেটা কমে হয়েছে ৬৬৮১ ডলার।
সাধারণত মানব উন্নয়ন সূচকে যে দেশ যত এগিয়ে সেই দেশকে তত উন্নত বলে ধরা হয়। সে ক্ষেত্রে উন্নয়নের মানদণ্ডে যে দেশ পূর্ণ সংখ্যা ১-এর যত কাছাকাছি হয় সে দেশের মানব উন্নয়নের সূচক তত উন্নত বলে ধরা হয়। এই তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। এই দেশের প্রাপ্ত নম্বর হল ০.৯৫৭। এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড এবং সুইজারল্যান্ড। ভারতের প্রাপ্ত নম্বর ০.৬৪৫।
ভারতের পরেই রয়েছে বাংলাদেশ। তাদের প্রাপ্ত নম্বর ০.৬৩২। বাংলাদেশ ১৩৩ নম্বর স্থানটি দখল করেছে। আর এক প্রতিবেশী দেশ ভুটান পেয়েছে ১২৯ নম্বর স্থান। পাকিস্তান অবশ্য ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে। পাকিস্তান রয়েছে ১৫৪ নম্বর স্থানে। এই রিপোর্ট থেকে জানা গিয়েছে ২০১৯ সালে ভারতে গড় আয়ু বেড়ে হয়েছে ৬৯.৭ বছর। তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেকটাই বেশি। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৬ বছর। পাকিস্তানের মানুষের গড় আয়ু ৬৭.৩ তিন বছর।