অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দেয়ার পর পরীক্ষা করা হলে বৃহস্পতিবার এই ফলাফল আসে। বিবিসি জানিয়েছে, ম্যাখোঁ এখন আইসোলেশনে আছেন।
প্রেসিডেন্টের বাসভবন থেকেও ম্যাখোঁর করোনা পজিটিভের খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তিনি আপাতত সাত দিনের জন্য আইসোলেশনে থাকবেন। কর্মকর্তারা বলছেন, ম্যাখোঁ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাবেন। আইসোলেশনে থেকেই কাজ করবেন। করোনার দ্বিতীয়-তৃতীয় ধাক্কা সামলাতে ফ্রান্স চলতি সপ্তাহে রাতের কারফিউ জারি করা হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৯ হাজার ৬২ জন নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৬০ হাজার মানুষ। প্রভাবশালী রাষ্ট্রনেতাদের মধ্যে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আক্রান্ত হন। আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্টও।
এর মধ্যে জনসন সবচেয়ে বেশি ভুগেছেন। সুস্থ হওয়ার পর ব্রিটিশ রাষ্ট্রপ্রধান নিজেই বলেন, ‘মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। ’জনসনের তুলনায় ডোনাল্ড ট্রাম্পের তেমন কিছুই হয়নি। তবু বাড়তি সতর্কতার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।