অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। প্রতিবছর ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন। পরিবার- বন্ধুদের নিয়ে চলে যান পানভেলের ফার্ম হাউসে। সেখানেই কাটা হয় কেক। রাতভর চলে সেলিব্রেশন। সলমন খানের জন্মদিন বলে কথা! রাতবিরেতেই পৌঁছে যান অনুরাগীরা। এমনকি কেক নিয়ে পৌঁছে যান সংবাদমাধ্যমের কর্মীরাও। কাউকে নিরাশ করেন না বলিউডের সুলতান।
ফার্ম হাউস থেকে বেরিয়ে আসেন। কেক কাটেন। সকলকে খাইয়ে দেন। চেনা এই চিত্রটা চলতি বছরে দেখা যাবে না। সূত্র মারফত মিলেছে এই খবর। শোনা গিয়েছে, চলতি বছরে নিজের জন্মদিন পালন করবেন না বলেই ঠিক করেছেন সলমন। এবার পানভেলের ফার্ম হাউসেও যাবেন না ভাইজান।
তার বদলে কী করবেন? শোনা গিয়েছে, এই বছরটা কাজের মধ্যেই কাটাবেন সলমন খান। আপাতত ‘অন্তিম’ ছবির শুটিং করছেন তিনি। তাই ২৭ ডিসেম্বরও ছবির সেটেই কাটাবেন। তবে শোনা গিয়েছে, এবারের জন্মদিনে অনুরাগীদের বিশেষ বার্তা দেবেন ভাইজান।
চলতি বছরে ৫৫ বছরে পা দেবেন সলমন খান। গত বছর জানিয়েছিলেন, মায়ের ইচ্ছে পূরণ করবেন তিনি। আবার সিক্স প্যাকের সাম্রাজ্যে ফিরবেন। সেই কথা যে ভালভাবেই রেখেছেন, তা অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলেই দেখা গিয়েছে।