স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ ডিসেম্বর।। গোমতি নদীর উপর সেতু নির্মাণের অজুহাতে প্রাচীন ছনবন জামে মসজিদ না ভাঙ্গার দাবিতে গত ৭ ডিসেম্বর ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পশ্চিম ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেছিল। ডেপুটেশনে পর ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পশ্চিম ত্রিপুরা প্রতিনিধিদলকে ১৪ ডিসেম্বর জানিয়ে দেওয়ার কথা থাকলেও কোনরকম ডাক পায়নি। অবশেষে বৃহস্পতিবার আবারো প্রতিনিধিদল এসে আধিকারিকের সাথে সাক্ষাৎ করতে চাইলেও সাক্ষাৎ করতে পারেনি বলে জানান মাইনোরিটি ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি আনোয়ার উল্লা।
তিনি জানিয়েছেন, সরকার চাইছে ১৮৯০ সালের মসজিদ ভেঙে ব্রিজ নির্মাণ করতে। কিন্তু স্থানীয়দের দাবি মসজিদ না ভেঙ্গে সরকার মসজিদের বিপরীত পাশের খাস জমি কাজে লাগিয়ে ব্রিজ নির্মাণ করতে পারে।তাহলে আর স্থানীয়দের কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না বলে জানিয়েছেন তিনি।