স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৭ ডিসেম্বর।। বিদ্যুৎ বিল ২০২০ অবিলম্বে বাতিল করা, বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ না করা, ত্রিপুরার বিদ্যুৎ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা প্রত্যাহার করা সহ ৪ দফা দাবির ভিত্তিতে ৬ টি বামপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে আমবাসা বিদ্যুৎ দপ্তরের ডি. জি. এম.-র নিকট ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ সি পি আই (এম) ধলাই জেলা কার্যালয় থেকে ৬ টি বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকদের এক সারা জাগানো মিছিল জেলাসদর আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে যায়।
সেখান থেকে ৬ সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের ডি.জি.এম.-র সাথে ডেপুটেশনে মিলিত হয় এবং দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে এই ডেপুটেশন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সি আই টি ইউ-র আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিধু ভূষণ দেব।