করোনায় বিশ্বজুড়ে মৃত ছাড়াল সাড়ে ১৬ লাখ

অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। করোনা সংক্রমণের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হতে যাচ্ছে বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে ইউরোপে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ। অনেক দেশে কড়াকড়ি আরোপ ও কারফিউ জারি করা হয়েছে।

রাশিয়া, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও সংক্রমণের সংখ্যা। এর মধ্যে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ১৬ লাখ ছাড়িয়ে গেল। আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৭ কোটির কাছাকাছি। শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ লাখ ৫৫ হাজার জন মারা গেছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা ৫ কোটি ২৩ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১৩ হাজার ৪৪৬ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৪ হাজার ৯০৮ জন। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে এক কোটি ৭৪ লাখের কাছাকাছি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ৫৭৭ জন। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৮৪ হাজারের কাছাকাছি। শনাক্তের সংখ্যা ৭০ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। দেশটিতে এক কোটির কাছাকাছি রোগী শনাক্ত হয়েছে। মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ১৫ হাজারের বেশি। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।

এ ছাড়া মৃতের সংখ্যা ৫০ হাজার পার হয়েছে চারটি দেশে: যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ইরান। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৬ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?