উত্তর ভারতের একাধিক রাজ্যে জারি হল শৈত্যপ্রবাহের সর্তকতা

অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। চলতি সপ্তাহে উত্তর ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা আরও নামবে। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে ওই সমস্ত রাজ্যগুলিতে চলবে প্রবল শৈত্যপ্রবাহ। দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে এ বিষয়ে উত্তরের একাধিক রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

যে সমস্ত রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকবার্তা গিয়েছে সেগুলি হল হরিয়ানা, চন্ডিগড়, পঞ্জাব, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশ।ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত চলছে। অত্যধিক তুষারপাতের ফলে এই সমস্ত রাজ্যের কয়েকটি এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার থেকে গোটা দেশ জুড়ে প্রবল শীত অনুভূত হবে।

উত্তরের রাজ্যগুলিতে প্রবল শৈত্যপ্রবাহের কারণে দু’-একদিনের মধ্যেই মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামবে বলে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, রাজ্যের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। যার জেরে দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে আসবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবল কুয়াশার দাপট দেখা গিয়েছে।

করোনাজনিত কারণে এবার উত্তর ভারতের একাধিক রাজ্যে স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। ফলে ছাত্রছাত্রীদের অবশ্য এবার ঠান্ডার মধ্যে কষ্টে পড়তে হচ্ছে না। জম্মু-কাশ্মীরের দ্রাস, কারগিল, শোনমার্গ-সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নেমেছে শূন্যের নিচে। উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রিনাথে তাপমাত্রা জিরো শূন্যের নিচে নেমে এসেছে।

হিমাচল প্রদেশের কুলুমানালি, কিন্নর কৈলাস, কল্পা, সাংলা, রোটাংয়ে তাপমাত্রা শূন্যের বেশ কিছুটা নিচে বলেই জানা গিয়েছে। স্থানীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওই সমস্ত এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বদ্ধ ঘরের মধ্যে আগুন না জ্বালান।

প্রবল শীতের হাত থেকে বাঁচতে উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘরের মধ্যে আগুন জ্বালানোর চল আছে। বদ্ধ ঘরে আগুন জ্বালানোর ফলে প্রতিবছরই বেশ কিছু মানুষের মৃত্যু হয়। সে কারণেই প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?