অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। চাঁদ থেকে মাটি ও পাথরের সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চীনের চন্দ্রযান চ্যাং’ই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় অন্তঃমঙ্গোলিয়া অঞ্চলে চন্দ্রযানটি অবতরণ করে বলে জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের নমুনা সংগ্রহ করে দেশে ফেরার ৪০ বছরেরও বেশি সময় পর এবার নমুনা নিয়ে ফিরল চীন।
এর আগে গত ২৪ নভেম্বর চ্যাং’ই মহাকাশযান উৎক্ষেপণ করে চীন। চন্দ্রযানটি ১ ডিসেম্বর চাঁদের ‘ঝড়ের মহাসাগর’ বলে পরিচিত এলাকার উত্তরে অবতরণ করে।