অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। সতীর্থদের কাছে ক্রিকেটার হিসেবে আদর্শ বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক হিসেবে তাকে আরো উন্নতি করতে হবে বলে মনে করছেন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। লক্ষ্মণের মতে কোহলি দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেও ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে তার ভঙ্গিমা বেশ রক্ষণাত্মক।
যার ফলে বিপক্ষের উপর অনেক সময় চাপ তৈরির সুযোগ হারাচ্ছে ভারত। জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসের শো ‘ক্রিকেট কানেক্টেড’ অনুষ্ঠানে লক্ষ্মণ বলেন, ‘আগেও অনেকবার বলেছি, কোহলি মাঠে ব্যাটিং বা ফিল্ডিং যাই করুক না কেন, ওর আগ্রাসী ভাব সবসময় চোখে পড়বে।
দলের ক্রিকেটারদের মধ্যেও এই মনোভাব সংক্রামিত হয়। অধিনায়ক হিসেবে দলের ক্রিকেটারদের কাছেও ইমেজ ধরে রাখার প্রচেষ্টা সে করে চলেছে। অধিনায়ক হিসেবে বেশ কিছু জায়গায় কোহলিকে উন্নতি করতে হবে। ‘ লক্ষ্মণ আরো বলেন, ‘বেশ কিছু সময় আমার মনে হয়েছে ও অধিনায়ক হিসেবে রক্ষণাত্মক হয়ে পড়ছে।
বিশেষ করে ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে এটা আমার বেশি করে মনে হয়। প্রথম একাদশে বারবার পরিবর্তন একদম ঠিক নয় বলেও আমার অভিমত। এতদিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অভিজ্ঞ হোক বা নতুন কেউ, প্রত্যেকেই একটি বিষয়ে জোর দেয়। যা হল স্থিতিশীলতা এবং নিরাপত্তা। ‘