অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। ফ্রান্স বছরের শেষ নাগাদ ১১ লাখ ৬০ হাজার কভিড-১৯ টিকা হাতে পাবে। ফরাসি প্রধানমন্ত্রী জিয়ান কাস্টেক্স বুধবার এ কথা বলেছেন। খবর: এএফপি। আগামী দুই মাসের মধ্যে দেশটিতে আরও ২৩ লাখ টিকা পৌঁছাবে বলেও তিনি জানিয়েছেন। প্রায় ১৭ লাখ মানুষকে ৩৫ লাখ টিকা দেওয়া হবে। এসব টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক, ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন পেশার মানুষ অগ্রাধিকার পাবে।
এ বছরের শুরুর দিকে করোনাভাইরাসের পরীক্ষা এবং মাস্ক পরিধান করা প্রশ্নে কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়ায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, মহামারী ব্যবস্থাপনার এ ধাপে সরকার আরও অধিক স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। কাস্টেক্স বলেন, ফ্রান্স এ বছরের শেষ নাগাদ প্রায় ১১ লাখ ৬০ হাজার করোনাভাইরাস টিকা হাতে পাবে।
তারা ৫-৬ জানুয়ারির দিকে আরও ৬ লাখ ৭৭ হাজার টিকা পাবে। আগামী ফেব্রুয়ারিতে ফ্রান্সে আরও প্রায় ১৬ লাখ ভ্যাকসিন পৌঁছাবে। ফ্রান্স মোট ২০ কোটি টিকা অর্ডার দিয়েছে। ফ্রান্সের মোট জনসংখ্যা ৭ কোটির কম। প্রত্যেক নাগরিককে দুই ডোজ করে ভ্যাকসিন দেওয়া হবে। দেশটির জনসংখ্যার হিসাবে এই সংখ্যা পর্যাপ্ত।