অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু ধর্ষণ নয়, নির্যাতিতা ও তাঁর পরিবারকে তিনি খুনের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি নির্যাতিতার লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। তারপরই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার জেরে বৃহস্পতিবার মহারাষ্ট্র পুলিশের কাছে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে জাতীয় মহিলা কমিশন। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া চিঠিতে জানা গিয়েছে, নির্যাতিত মহিলা মুম্বইয়ের বাসিন্দা। ওই মহিলা নিজেকে একজন মডেল হিসেবে পরিচয় দিয়েছেন।
ওই মহিলা তাঁর চিঠিতে লিখেছেন, ২০১৩-য় মুম্বইয়ের এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং সুরেশ নাগরে নামে এক ব্যক্তি। শুধু ধর্ষণ করাই নয়, ঘটনা প্রকাশ্যে আনলে তাঁকে এবং তাঁর পরিবারের সকলকে খুন করা হবে বলেও লাগাতার হুমকি দেওয়া হয়েছিল। নির্যাতিতা চিঠিতে লিখেছেন, তাঁর উপর পাশবিক অত্যাচার করেছিলেন হেমন্ত। জানা গিয়েছে, সে সময়ে মহারাষ্ট্র পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন ওই মহিলা। পরে অবশ্য চাপের মুখে পড়ে তিনি সেই অভিযোগ তুলে নেন। কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতের লেখা সেই চিঠি ভাইরাল হয়। তার প্রেক্ষিতেই জাতীয় মহিলা কমিশন বিস্তারিত জানতে চেয়েছে।
বৃহস্পতিবার মহারাষ্ট্র পুলিশের ডিজিকে একটি চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। ওই চিঠিতে ২০১৩-র ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করার পর সাত বছরে কী ধরনের পদক্ষেপ করা হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি, সেটা জানতে চেয়েছে কমিশন। প্রসঙ্গত সাংসদ নিশিকান্ত দুবে জুন মাসে এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। এরপর এই দুবের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন হেমন্ত।