অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। প্রতারনা এবং চুরির অপরাধে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হল ৪০ বছর বয়সী এক টিভি অভিনেতা। বিনোদন দুনিয়ার মানুষ হয়ে কি ভাবে তিনি এই ধরনের কাজের সঙ্গে জড়িয়ে পরলেন তা নিয়ে দেখা গিয়েছে প্রশ্ন।
ইতিমধ্যে অভিযুক্ত অভিনেতাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।পুলিশের তরফে জানা গিয়েছে ওই অভিনেতা সাধারণের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতেন আর সেই ভাবেই লোকজনকে প্রতারণা করতেন। বিষয়টি নিয়ে পুলুশের তরফে শুরু হয়েছে তদন্ত।
এও জানা গিয়েছে অভিযুক্ত অভিনেতা বিমানে করে দেরাদুনে গিয়েছিলেন। এমনকি চণ্ডীগড় সহ উত্তর ভারতের একাধিক শহরে গিয়েছিলেন। বিভিন্ন শহরে গিয়ে তিনি এই অপরাধ করেছেন বলেও জানা গিয়েছে। এমনকি জানা গিয়েছে তিনি বিমানে করে মুম্বই ফিরে এসেছিলেন। জানা গিয়েছে ওই অভিনেতা বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন।
এমনকি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন। দেরাদুন পুলিশের থেকে এই বিষয়ে জানতে পেরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছিল মুম্বই পুলিশ। জানা গিয়েছে তিনি এক মহিলাকে ঠকিয়ে তার থেকে প্রায় ৫ লক্ষ টাকার গয়না চুরি করেছিলেন।
জানা গিয়েছে মূলত তিনি বয়স্ক মহিলাদের ঠকিয়ে তাদের থেকে জিনিস পত্র চুরি করতেন। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়ে অভিযুক্ত ওই অভিনেতা নিজে থেকে স্বীকার করাতে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।