অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ২০২১ সালের আসরটি শুরু হবে ৮ ফেব্রুয়ারি। করোনাভাইরাস মহামারির কারণে তিন সপ্তাহ পিছিয়ে নতুন এই তারিখ নির্ধারণ করা হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ান ওপেন। পরিবর্তনের ফলে খেলোয়াড়রা মেলবোর্নে পৌঁছাবেন ১৫ জানুয়ারি। এর পর তারা ১৪ দিনের কোয়ারেন্টিন পালনে বাধ্য থাকবেন। করোনভাইরাসের কারণে এনিয়ে দ্বিতীয় বছরের মত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ক্যালেন্ডারে পরিবর্তন আসল।
এক সপ্তাহব্যাপী আলোচনার পর আয়োজক সংস্থা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামকে সামনে রেখে পুরুষ বিভাগের বাছাই পর্বের ম্যাচগুলো দোহায় অনুষ্ঠিত হবে। তবে তার আগে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্যতম হলো এটিপি কাপ । করোনার কারণে এ বছর উইম্বলডন বাতিল করা হয়েছিল। ফেঞ্চ ওপেন পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়। দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয় ইউএস ওপেন। এবার তিন সপ্তাহ পিছিয়ে অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হতে যাচ্ছে।