ম্যাচ শেষে বেনজেমার প্রশংসা করে জিদান

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। করিম বেনজেমার জোড়া গোলে মঙ্গলবার রাতে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেতিক বিলওবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা চার ম্যাচে জিতলো রিয়াল। আর শেষ চার ম্যাচেই গোল করেছেন বেনজামা। এই ফরোয়ার্ডে রীতিমতো মুগ্ধ রিয়াল কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে বেনজেমার প্রশংসা করে জিদান বলেন, ‘ফ্রান্সের সব সময়ের সেরা স্ট্রাইকার বেনজেমা। আমার কাছে সেরা খেলোয়াড়ের মধ্যে পড়ে সে।

কারণ অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদে আছে সে এবং নিজেকে প্রমাণ করে চলেছে। সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ’ জিদান আরো বলেন, ‘সে পাঁচশর বেশি ম্যাচ খেলেছে এবং অনেক গোল করেছে। তার অর্জনই বলে দেয়, বেনজেমা কেমন খেলোয়াড়। ’২০০৯ সালে রিয়াল মাদ্রিদের যোগ দেন বেনজেমা। এখন পর্যন্ত ৩৬০ ম্যাচে ১৭৫টি গোল করেছেন তিনি। ২০১৮ সালে ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে যাবার পর দলের আক্রমণভাগের দায়িত্ব গিয়ে পড়ে বেনজেমার কাঁধে। দায়িত্ব ভালোভাবেই পালন করে চলেছেন বেনজেমা।

তাই বেনজামাকে পরিপূর্ণ খেলোয়াড় বলতে দ্বিধা করেননি জিদান, ‘আগের চেয়ে আরো পরিপূর্ণ খেলোয়াড় বেনজামা। সে সব সময়ই গোল করার চিন্তা করে। তার এই গুণটাই আমার খুবই ভালো লাগে। ’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?