ধর্মনগর কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য, তীব্র ক্ষোভের সঞ্চার

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৬ ডিসেম্বর।। ধর্মনগর কলেজে বহিরাগতদের দৌরাত্ম্যের ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।কলেজ চত্বরে বহিরাগতদের দৌরাত্ম্য ক্রমাগত বৃদ্ধি পেলেও কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে গুরুতর অভিযোগ মিলেছে।এসব ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে ধর্মনগর কলেজের ঢুকে বহিরাগত ছাত্ররা একাধিক ছাত্রীর উপর আক্রমণ সংগঠিত করে। তাতে কলেজের এক ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে।বহিরাগতদের আক্রমণে আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা জানিয়েছেন পাসিং আউট হওয়া বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী প্রতিনিয়ত কলেজের ঢুকে নানা অঘটন ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিশেষ করে পাস আউট হওয়া কিছু ছাত্র কলেজের ঢুকে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছে বলেও অভিযোগ। এসব বিষয় নিয়ে আপত্তি জানালেন কারণেই বহিরাগতরা কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ সংঘটিত করেছে বলে অভিযোগ।কলেজের অধ্যাপকের সামনেই বহিরাগতরা কলেজ পড়ুয়া ছাত্রদের ওপর আক্রমণ সংগঠিত করেছে বলে গুরুতর অভিযোগ মিলেছে। কলেজের অধ্যাপক দের সামনে এ ঘটনা সংঘটিত হলে অধ্যাপকরা এসব বিষয়ে কোন ধরনের প্রতিবাদ করেননি।

অভিশপ্ত বহিরাগতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আক্রান্ত ছাত্রছাত্রী এবং অন্যান্য কলেজ পড়ুয়ারা।অবিলম্বে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ঘটনার পর থেকেই ধর্মনগর কলেজের ছাত্র-ছাত্রীরা উত্তেজনায় ফুঁসছে। যেকোনো সময় এই ঘটনার জের ধরে ফের হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।ধর্মনগর কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?