স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। ৭১’র ভারত-পাকিস্তান যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আগরতলার পোস্টফিস চৌমুহনীর শহীদ ম’তিসৌধ প্রাঙ্গণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ এছাড়াও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরের সচিব টি কে চাকমা, সৈনিক কল্যাণ বোর্ডের অধিকর্তা জে পি তেওয়ারি, সদরের মহকুমা শাসক অসীম সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ৷
অনুষ্ঠানে আরক্ষা বাহিনীর পক্ষ থেকে শহীদদের ম’তিতে সশ’ অভিবাদন জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশের উত্তরে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ১৬ই ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন৷ এই দিনে ভারতীয় সেনার সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়৷ এটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছেও এক মরণীয় দিন৷
তিনি বলেন, মাত্র ১৩ দিনের যুদ্ধের পর ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তি সেনার যৌথ সংগ্রামের মুখে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে৷ তিনি আরও বলেন, এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অনেকে আত্মবলিদান করেন যা দেশের জন্য গৌরবের৷ সেই সঙ্গে ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের জনগণ এই যুদ্ধে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলো৷