অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এবং ক্ষমা চাইবেন না বলছেন। কিন্তু সংবাদমাধ্যম দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী কারোর কাছে ক্ষমা চায় না।

সংবাদমাধ্যম বাটপারি করে চলে না।  সংবাদমাধ্যম জনগণ এবং সমাজের প্রতি দায়বদ্ধ। তাই শির উচা করে চলে। আর আগামীদিনেও চলবে। কারণ সাংবাদিকরা মৌলিক অধিকার নিয়ে খবর সংগ্রহ করে জনগণের সামনে তুলে ধরে।

বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের সুরক্ষা এবং মতপ্রকাশের সুনিশ্চিত অধিকারের দাবিতে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে বক্তব্য রেখে এমনটাই বললেন সভাপতি সুবল কুমার দে। তিনি আরো বলেন রাজ্যে অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও প্রয়াত সুদীপ এবং শান্তনুর মৃত্যুর সঠিক তদন্ত এখনো হচ্ছে না। তদন্ত থমকে আছে। খুব দ্রুত তদন্ত প্রক্রিয়া হওয়া দরকার।

রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা দরকার বলে দাবি তুললেন তিনি এই দিনের সম্মেলনে। তিনি আরো বলেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট কারো কাছে মাথা নত করবে না। আর আগামী দিনে সাংবাদিকদের যাতে বিভিন্ন দাবি-দাওয়া পূরণ হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?