স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৬ ডিসেম্বর।। সোনামুড়া মহকুমার কলমচওড়া থানা এলাকায় এক নাবালিকাকে শ্রীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদ সূত্রে জানা গেছে প্রতিবেশী যুবক সুমণ দেব ওই নাবালিকাকে বাড়ির পেছনদিকে নিয়ে শ্রীলতাহানি করে। দিব্যাঙ্গ নাবালিকাকে ধর্ষণের চেষ্টাও করেছে। দিব্যাঙ্গ নাবালিকাকে বিষয়টি তার মা এবং বাবার কাছে জানায়।নাবালিকার পরিবারের তরফ থেকে এ ব্যাপারে অভিযুক্ত সুমন দেবের বিরুদ্ধে কলম চওড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।দিব্যাঙ্গ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় জড়িত যুবক সুমন দেবের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা বলে এলাকাবাসী অভিহিত করেছেন।