অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। ফের বিতর্কের মুখে পিএম কেয়ার্স ফান্ড। করোনা সংক্রমণের সময় তৈরি হওয়া এই ফাণ্ড সরকারি না বেসরকারি, তা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। কেন্দ্রীয় সরকারের তরফে আগে জান্নো হয়েছিল এই ফাণ্ড সরকারি, তাতে সাহায্য করতে পারে বেসরকারি সংস্থাগুলি। কিন্তু তহবিলের দলিলেই এই ফান্ডকে বেসরকারি ট্রাস্ট হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সম্প্রতি পিএম কেয়ার্সের ওয়েবসাইটে এই ফাণ্ডের দলিল প্রকাশ করা হয়েছে।
সেই দলিলের ৫.৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে। ‘এই ট্রাস্টের নিয়ন্ত্রণ বা মালিকানা কেন্দ্রীয় সরকারের হাতে নেই। কেন্দ্র বা তার কোনও সরকারের অর্থানুকুল্যে এটা চলছে না। এর উপর কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ নেই।’ উল্লেখ্য, পিএম কেয়ার্স ফান্ডের নামে দুর্নীতি করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছে বিরোধীরা।