স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৬ ডিসেম্বর।। গাঁজা চাষ নিষিদ্ধ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে একাংশের অতি মুনাফালোভী লোকজন জীবনের ঝুঁকি নিয়ে গাঁজা চাষ অব্যাহত রেখেছে।বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং পাহাড়ি এলাকায় এ ধরনের গাঁজা চাষের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। পুলিশ এবং শুল্ক দফতরের কর্মকর্তারা এসব গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন।প্রতিদিন এই রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পাচ্ছে পুলিশ। বুধবারও রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ।
আমতলী থানা এলাকার রানিখামার কুম্ভকাতা এলাকায়গাঁজা চাষ বিরোধী অভিযান চালায় আমতলী থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা। আমতলী থানার ওসির নেতৃত্বে পুলিশ এই গাঁজা চাষ বিরোধী অভিযান চালায়।এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে আমতলী থানার ওসি জানান তার কাছে সুনিদৃষ্ট খবর আসে রানিখামার এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে।
সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তিনি গাঁজা চাষ বিরোধী অভিযানের সামিল হন।অভিযান চালাতে গিয়ে সুরেন্দ্র মালাকার এবং গৌতম মালাকারের জমিতে প্রচুর পরিমাণ গাঁজা ছাড়া কেটে ধ্বংস করে দিয়েছে পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা।তল্লাশি শেষে আমতলী থানার ওসি জানান সরকার এবং গৌতম সরকার ব্যাপক হারে গাঁজার চাষ করছিল। প্রায় ১০ লক্ষাধিক টাকার গাঁজা কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।বেআইনিভাবে গাঁজা চাষ করায় গাজা চাষি সুরেন্দ্র সরকার এবং গৌতম সরকারকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আমতলী থানা নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে।
এদিকে বিশালগড় থানার বংশিবাড়ি এডিসি ভিলেজে গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে প্রচুর কাজ ছাড়া কেটে ধ্বংস করে দিয়েছে পুলিশ।সংবাদ সূত্রে জানা গেছে বংশী বাড়ি এডিসি ভিলেজে ব্যাপকহারে গাঁজার চাষ হচ্ছে বলে বিশালগড় থানার পুলিশের কাছে সুনিদৃষ্ট খবর আসে। সেই খবরের ভিত্তিতে বংশী বাজে গাঁজা চাষ বিরোধী অভিযানে যায় পুলিশ। অভিযান চালাতে গিয়ে প্রচুর পরিমাণ গাঁজা ছাড়া কেটে ধ্বংস করা হয়। আগামী দিনগুলিতে এ ধরনের গাঁজা চাষ বিরোধী অভিযান চালানো হবে বলে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে।
গোমতী জেলার উদয়পুর মাতাবাড়ি এলাকাতেও গাঁজা চাষ বিরোধী অভিযানে সামিল হয়েছে পুলিশ।মাতা বাড়ির ব্রম্য ছড়া এলাকায় গাঁজা চাষ হচ্ছে বলে সুনির্দিষ্ট খবর পান গোমতী জেলার ডিএসপি অরিন্দম রিয়াং। সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে গাঁজা চাষ বিরোধী অভিযানে যান তিনি। অভিযান চালিয়ে প্রচুর গাজার চারা কেটে ধ্বংস করে দেওয়া হয়। গাজার চারা কেটে ধ্বংস করে দেওয়া হলেও গাজা চাষে যুক্ত কোন চাষীকে আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে ডিএসপি অরিন্দম রিয়াং জানিয়েছেন।রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ এবং টি এস আর বাহিনী।