৷৷ অশোক দেববর্মা ৷৷ লেবু চাষের মাধ্যমেও যে আত্মনির্ভর হওয়া যায় তা করে দেখালেন মোহনপুর মহকুমার বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের পরিতোষ দেবনাথ৷ বাইক সারাইয়ের কাজের পাশাপাশি নিজের প্রায় ৫ কানি জমিতে বিভিন্ন সময়ে নানা রকম সব্জীচাষ করেও তেমন একটি সাফল্য আসেনি৷ ছিলনা বি’ানসম্মত চাষের অভিজ্ঞতা৷ সব্জী চাষে সাফল্য না মেলায় একটা সময়ে উৎসাহ হারিয়ে ফেলেন তিনি৷ আর্থিক অনটনের মধ্যেই তিনজনের সংসার প্রতিপালনের জন্য বেছে নেন বাইক সারাইয়ের কাজ৷ জীবিকা নির্বাহে তখন এটাই ছিল পরিতোষ দেবনাথের প্রধান অবলম্বন৷
পঁুথিগত শিক্ষা তেমন না থাকলেও রাজ্য সরকারের ক’ষি দপ্তরের সহায়তায় নিজের ৫ কানি জমিতে লেবু চাষের উদ্যোগ নেন তিনি৷ চাষাবাদে নিজের পূর্ব অভিজ্ঞতা, দপ্তরের বি’ানসম্মত পরামর্শ ও সহায়তায় কিছু এলাচি লেবুর চারা রোপণ করেন পরিতোষ বাবু৷ সেখান থেকে শুরু হয় নতুন করে এক জীবন সংগ্রাম৷ সাফল্য ধীরে ধীরে ধরা দিতে থাকে তাকে৷ লেবুর চারা রোপন করে ভালই ফলন মেলে৷ তা বাজারে বিক্রি করে ভাল পয়সা ও আসতে থাকে৷ এতে উৎসাহ বেড়ে যায় পরিতোষ বাবুর৷ লেবু চাষের দিকে তিনি আরও উৎসাহিত হয়ে পড়েন৷
বর্তমানে তার লেবু বাগানে রয়েছে প্রায় ৮০০টি গাছ৷ সঠিক বি’ানসম্মত ও আধুনিক পদ্ধতিতে এই বাগান পরিচর্যার ফলে ফলন মিলছে ভালোই৷ আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে পরিতোষ এখন একজন সফল লেবুচাষি৷ এলাচি লেবুর সুুগন্ধ ও স্বাস্থ্যসম্মত গুণাবলী ও উপকারিতার জন্য বাজারে এর চাহিদা রয়েছে ভালো৷ পাইকারি বিক্রির পাশাপাশি নিকটবর্তী মোহনপুর, কামালঘাট, হেজামারা ও কলাগাছিয়া বাজারে খুচরো লেবু বিক্রি করছেন৷ এখন প্রতি লেবু বিক্রি হচ্ছে গড়ে ৩.৫০ টাকায়৷ লেবু বিক্রি করে প্রতি বছর গড়ে আয় হচ্ছে ১.৫০ লক্ষ টাকা৷
ত্রিপুরার মাটি ও জলবায়ু লেবু চাষের জন্য অনুকূল৷ এই ফলটির বিভিন্ন স্বাস্থ্যসম্মত উপকারিতার জন্য চাহিদা রয়েছে ভাল৷ ভিটামিন-সি ও নানান গুণের জন্য উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হজম ও অন্যান্য রোগ প্রতিরোধে লেবুর জড়ি মেলা ভার৷ খাবারের টেবিলে যেমন লেবুর বিশেষ জায়গা রয়েছে তেমনি গরমে ত’ষ্ণা মেটাতে রসালো এই ফলের সরবতেরও চাহিদা প্রচুর৷
রাজ্য সরকারের সহায়তায় আত্মনির্ভর ত্রিপুরা গড়ার সফল বাস্তবায়নে পরিতোষ দেবনাথের মত চাষিরা নিজেরা যেমন স্বনির্ভর হচ্ছেন, তেমনি তাদের সফলতায় অনুপ্রাণিত হয়ে এই ধরণের উদ্যোগে এগিয়ে আসছেন অনেকেই৷ বিভিন্ন সরকারী সহায়তায় এখন অনেকেই নিজের পায়ে দাঁড়ানোর পথ খুঁজে পেয়েছেন৷