অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। শীত মানেই শুষ্কতা, আর এই শুষ্কতার প্রভাব সব চাইতে বেশি পড়ে আমাদের ত্বকের উপর। আর এর থেকে মুক্তি পাওয়ার সব চাইতে সহজ উপায় হচ্ছে ময়েশ্চারাইজারের ব্যবহার। কিন্তু সমস্যা হচ্ছে আপনি বাজার থেকে যে সব ময়েশ্চারাইজার কিনে ব্যবহার করেন সেটা কতটা ভালো। বাজারের ময়েশ্চারাইজারের উপর সময় নষ্ট না করে বাড়িতেই তৈরি ময়েশ্চারাইজার কিন্তু এই সময় সবচেয়ে ভালো ফলদায়ক৷ ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে নিতে পারেন ময়েশ্চারাইজার৷ আসুন তাহলে জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করবেন ময়েশ্চারাইজার।
মধু- ত্বকের ক্ষেত্রে মধু খুবই উপকারী৷ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ দেয় এই মধু৷ শুষ্ক ত্বকের ক্ষেত্রে মধুর কোনো বিকল্প নেই৷ দু’চামচ মধুতে মিশিয়ে নিন গোলাপজল৷ এই মিশ্রণ মুখে ও গলায় লাগিয়ে নিন৷ কিছুক্ষণ রাখুন৷ মিশ্রণ শুকিয়ে গেলে উষ্ণ পানিতে মুখটা ধুয়ে ফেলুন৷ ঝকঝকে ত্বক পেতে এর থেকে ভালো আর কিছুই নেই!
মাখন- শীতের শুষ্কতা থেকে ত্বককে দূরে রাখতে মাখন দারুণ কাজ করে৷ রাতে শোয়ার আগে কিছু পরিমাণ মাখন মুখে ও গলায় লাগিয়ে নিন৷ লাগাতে পারেন হাতেও৷ সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে ভালো করে মুখ ধুয়ে ফেলুন৷
অলিভ ওয়েল- শীতকালে গোসলের আগে অলিভ ওয়েল মাজাস করে নিন৷ কিছুক্ষণ রেখে উষ্ণ পানিতে গোসল সেরে নিন৷ গোসলের পানিতে দু’তিন ফোটা অলিভ ওয়েল ফেলে নিতে পারেন৷ অলিভ ওয়েলের সঙ্গে মধু মিশিয়ে ভালো করে মাসাজ করুন৷ শীতকালে এটা খুব ভালো ক্লিনজার৷
অ্যালোভেরা- বাজার থেকে অ্যালোভেরা গাছের পাতা নিয়ে আসুন৷ পাতার ভিতর থেকে জেল বের করে ভালো করে ত্বকে মাসাজ করুন৷ শুষ্ক ত্বকের ক্ষেত্রে খুব কার্যকরী৷
শশা- তৈলাক্ত ত্বকের জন্য শশা খুব কার্যকরী৷ শশার রসে তুলো ভিজিয়ে নিয়মিত মুখ পরিষ্কার করুন৷ ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে শশা খুব কার্যকরী