অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ সতীর্থদের জন্য শোনালেন সতর্কবাণী। বললেন, ভারত অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং করে রাগানো যাবে না। কারণ রেগে গেলে কোহলি আরো ভয়ংকর হয়ে ওঠেন। তার পারফরম্যান্স আরো ভালো হয়ে যায়।আর এই কথা বলতে গিয়ে ফিঞ্চ এও বললেন, কোহলি নাকি আগের চেয়ে শান্ত হয়েছেন। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ঙ্গালুরুতে কোহলির নেতৃত্বে খেলেছেন ফিঞ্চ। ভারতীয় অধিনায়ককে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে ফিঞ্চের।
সেই অভিজ্ঞতা থেকে ফিঞ্চ বলছেন, ‘দুই দলের মধ্যে এমন কয়েকজন কঠিন চরিত্র আছেন, যারা পরিস্থিতির চাপে মেজাজ হারান। পরিবেশ-পরিস্থিতি তখন উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখা খুব দরকার। কোহলি রেগে গেলে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে। তখন যে সে কতটা নির্মম হতে পারে তা সবার জানা। ’অবশ্য ফিঞ্চ বলছেন বয়সের সঙ্গে সঙ্গে কোহলি আগের চেয়ে শান্ত হয়েছেন। তিনি বলেন, ‘মাঠে কোহলিকে দেখেছি, ঠান্ডা মাথায় দল পরিচালনা করছে। মানুষ হিসেবেও সে আগের চেয়ে কিছুটা শান্ত হয়েছে।
একটা ম্যাচের আগে কত রকমভাবে প্রতিপক্ষকে সমস্যায় ফেলা যায়, সব উপায় তার জানা। প্রতিপক্ষের শক্তি নিয়ে ওকে চিন্তিত হতে দেখিনি। ’১৭ ডিসেম্বর শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। চার টেস্টের সিরিজ খেলবে দুই দল। তবে প্রথম সন্তান জন্মের সময় স্ত্রী অনুশকা শর্মার পাশে থাকতে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে ফিরবেন কোহলি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নেয় অস্ট্রেলিয়া। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সমান ব্যবধানে জিতে ভারত।