শীতের মৌসুমেতো কোঁকড়া চুল সুন্দর রাখার উপায় জেনে

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। কোঁকড়া চুল নিয়ে সব সময়ই কিছুটা ঝামেলা পোহাতে হয়। কারণ এটি খুব সহজেই ফ্রিজি হয়ে যায় বা জট বেধে যায়। কিছুতেই যেন বশে আসতে চায় না। আর শীতের মৌসুমেতো কোঁকড়া চুল সুন্দর রাখা আরো কঠিন হয়ে পড়ে কারণ এই সময় বাতাসে বেশি ধুলাবালি থাকে এবং আবহাওয়ার কারণে এই চুলের সৌন্দর্য বজায় রাখা বিশেষভাবে কঠিন হয়ে পড়ে। এছাড়াও শীত আসলেই বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টির ধুম পড়ে। তাই শীতে কোঁকড়া চুলের যত্ন নেয়ার জন্য আজ নিয়ে এলাম ৭টি বিশেষ টিপস। টিপগুলো এই শীতেও আপনার চুলকে রাখবে প্রাণবন্ত ও সুন্দর। চলুন তাহলে শীতে কোঁকড়া চুলের যত্ন নেয়ার টিপ-গুলো দেখে নেই।

১. চুলে যেকোনো ধরনের তাপের ব্যবহার এড়িয়ে চলুন- আপনার চুলে স্ট্রেইটনার বা হেয়ার ড্রায়ার-এর ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন। কারণ এগুলো ব্যবহারের ফলে আপনার চুল আরো রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়বে। এর কারণ হলো শীতের এই সময়টাতে বাতাস ও খুব শুষ্ক থাকে। তাই চুলে অতিরিক্ত তাপ দেয়ার ফলে চুল আরো রুক্ষ হয়ে পড়বে। আর তাই শুধু শীতকালে আপনার চুলের কার্লিনেস উপভোগ করুন। তাছাড়াও চুলের কার্লি-ভাবটাও কিন্তু এখনকার ফ্যাশন.

২. সবসময় কন্ডিশনার ব্যবহার করুন- কোঁকড়া এবং ওয়েভি চুল খুব দ্রুত তৈলাক্ত হয় ,তাই প্রতিবার শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে চুলকে ডিপ কন্ডিশনিং করুন। এই কন্ডিশনার চুলের আর্দ্রতা লক করতে সাহায্য করবে। ওয়েভি চুলের জন্য, চুল ধুয়ে প্রায় ২ মিনিট কন্ডিশনার ব্যবহার করুন, তারপর ধুয়ে ফেলুন এবং কোঁকড়া চুলের ক্ষেত্রে প্রায় ৫ মিনিটের মত কন্ডিশনার ইউজ করুন, তারপর ধুয়ে নিন। সুন্দর চুল পেতে চাইলে আপনার কোঁকড়া চুলে এই শীতে সপ্তাহে ২ দিন ডিপ কন্ডিশনিং করুন।

৩. হট অয়েল ট্রিটমেন্ট করুন- হট অয়েল কিভাবে সব ধরনের চুলের যত্নেই দারুণভাবে কাজ করে। আর এই শীতে আপনার কোঁকড়া চুলের সৌন্দর্য বজায় রাখতে এই হট অয়েল ট্রিটমেন্ট চুলের ডিপ কন্ডিশনিং-এর অন্তর্ভুক্ত। তাই আপনার চুলে অলিভ বা আমন্ড অয়েল ইউজ করতে পারেন। এমনকি নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়ে চুলায় বা ওভেনে হালকা গরম করে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে ম্যাসাজ করতে পারেন। এতে আপনার চুল পাবে পরিপূর্ণ পুষ্টি এবং চুলে আসবে শাইন।

৪. চুল ঢেকে রাখুন- এই শীতের রুক্ষ আবহাওয়া এবং ঠাণ্ডা ও ধুলাবালি থেকে আপনার চুলগুলোকে বাঁচাতে চাইলে বাইরে বের হওয়ার আগে চুলে কোন ক্যাপ পরে নিন অথবা ওড়না বা স্কার্ফ দিয়ে চুল ভালোভাবে ঢেকে নিন। তা নাহলে আপনার চুল ঠান্ডায় ফ্রিজি হয়ে যেতে পারে এবং অতিরিক্ত ধুলাবালিতে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?