টেলিযোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে মহাকাশে নতুন কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে ইসরো

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। দেশের টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও অত্যাধুনিক ও দ্রুত গতি সম্পন্ন করে তুলতে মহাকাশে নতুন কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে ইসরো। বর্তমানে মহাকাশ থেকে পৃথিবীতে যোগাযোগ রক্ষা করতে জিস্যাট সিরিজের ভারী কমিউনিকেশন স্যাটেলাইট কাজ করে। ইসরো যে নতুন উপগ্রহ পাঠাচ্ছে সেটিও জিস্যাট গোত্রের। তবে তা আরও অত্যাধুনিক। নতুন এই কৃত্রিম উপগ্রহের নাম সিএমএস-০১। বৃহস্পতিবার শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পৃথিবীর কক্ষপথের দিকে উড়ে যাবে এই স্যাটেলাইট।

বৃহস্পতিবার ৩ টা ৪১ মিনিটে পিএসএলভি সি-৫০ রকেটের পিঠে চাপিয়ে এই কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে পাঠানো হবে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, জিস্যাট টেলিকমিউনিকেশন স্যাটেলাইটকে এবার বাতিল হবে। পরিবর্তে কাজ শুরু করবে সিএমএস-০১। নতুন এই স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপিত হলে দেশের দ্বীপগুলিতে এবং প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। দেশের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এই নতুন উপগ্রহটির ওজন ১৪১০ কিলোগ্রাম। সিএমএস-০১ হল ভারতের ৪২ তম কমিউনিকেশন স্যাটেলাইট।

প্রথমে এই স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছিল জিস্যাট-১২।  পরে নাম বদল করা হয়। ২০১১ সাল থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরছে জিস্যাট-১২। এবার জিস্যাট-১২-র অবসর নেওয়ার পালা। পরিবর্তে কাজ শুরু করবে সিএমএস-০১। নতুন এই কৃত্রিম উপগ্রহ রেডিও যোগাযোগে বিশেষ ভূমিকা নেবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপে টেলিযোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। নতুন এই কৃত্রিম উপগ্রহের জন্যই প্রযুক্তিগত দিক থেকে ভারত এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাবে।

দেশের যে সমস্ত দুর্গম এলাকায় কেবল দিয়ে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব নয় সেই সব দুর্গম জায়গাতেও এবার মিলবে ইন্টারনেট পরিষেবা। অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া স্লোগান আরও কার্যকর হবে। গোটা দেশে ব্রডব্যান্ড পরিষেবার উন্নতিতে এই কৃত্রিম উপগ্রহ বিশেষ ভূমিকা নেবে। নতুন প্রজন্মের উপযোগী বিভিন্ন পরিষেবাও এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাবেন দেশবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?