দুর্যোগের আগাম পূর্বাভাস পেতে হিমালয়ের মাথায় আবহাওয়া দফতর গড়ছে ভারত

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। কোনও বড়সড় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আগাম পেতে হিমালয়ের মাথায় একটি আঞ্চলিক আবহাওয়া দফতর খোলার কাজ শুরু করে দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। হিমালয়ের বিপদসংকুল পার্বত্য এলাকায় এই আবহাওয়া অফিস খোলার কাজ ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়ে গিয়েছে বলে খবর।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই আঞ্চলিক আবহাওয়া অফিস শুধু ভারতকে নয়, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন পূর্বাভাস প্রতিবেশী দেশগুলিকেও জানাবে। ভারতের মতই হিমালয়ের অন্যপ্রান্তে চিনও এ ধরনের একটি আঞ্চলিক আবহাওয়া অফিস খোলার পরিকল্পনা নিয়েছে। তবে তাদের সেই কাজ এখন শুরু হয়নি। নতুন এই আবহাওয়া দফতর থেকে দেশে বড়সড় কোন প্রাকৃতিক বিপর্যয়ের আগাম খবর মিলবে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জলবায়ু ও বিপর্যয়কালীন ব্যবস্থাপনা এবং বাস্তুতন্ত্রের উপর হিমালয়ের বিশেষ ভূমিকা রয়েছে। হিমালয়ের উপর নির্ভর করেই দেশে শীত-গ্রীষ্ম-বর্ষা এসে থাকে। ভারতের জলবায়ু পুরোপুরি হিমালয়ের উপর নির্ভরশীল। কিন্তু হিমালয় পর্বতমালা সমভূমি থেকে বিচ্ছিন্ন। সে কারণে এই অঞ্চলের আবহাওয়া পর্যবেক্ষরণের কাজটি ঠিকমত হয় না।

সে কারণেই হিমালয়ের মাথায় একটি আঞ্চলিক আবহাওয়া দফতর খোলা হচ্ছে। এই কাজ করা হলে খুব সহজেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মিলবে এবং সেই মতো দেশে সর্তকতা জারি করা যাবে। তবে শুধু দুর্যোগের আভাস দেওয়াই নয়, এই আবহাওয়া দফতর তৈরির কাজ শেষ হলে নজর দেওয়া হবে পর্যটন শিল্পের উন্নতি।

একই সঙ্গে পার্বত্য এলাকায় যাতে কৃষিকাজ করা সম্ভব হয় সে বিষয়ে সরকার নজর দেবে। কৃষির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলাও সরকারের অন্যতম লক্ষ্য। আবহাওয়া দফতরটি চালু হলে এলাকার স্থানীয় মানুষ বিশেষত কৃষক ও আদিবাসীরা উপকৃত হবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?