অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর প্রতিবাদে এবার কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি।
জানা গিয়েছে, কানাডার সঙ্গে কমনওয়েলথ পর্যায়ের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের আভ্যন্তরীন ইস্যুতে নাক গলানোর কোনও অধিকার কানাডার নেই। কানাডায় কয়েক লক্ষ শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস। সামনেই সেদেশে নির্বাচন।
তাই ভোটব্যাঙ্ক হিসেবে শিখদের মন পেতে মাঠে নেমেছে সেদেশের প্রধান তিন রাজনৈতিক দল। উল্লেখ্য, কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে জাস্টিন ট্রুডো বলেছিলেন, ‘ভারতে কৃষক আন্দোলন নিয়ে আমরা ওয়াকিবহাল। প্রত্যেকের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আছে।’