অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। তাঁকে নিয়ে সম্প্রতি নিজের কলামে গ্রেগ চ্যাপেল লিখেছেন, অ-অস্ট্রেলীয় হওয়ার পরেও অস্ট্রেলীয় হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে বিরাট কোহলির মধ্যে। যা তাঁকে মুগ্ধ করেছে। কাল, বৃহস্পতিবার অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগে সেই বক্তব্যকে খারিজ করে দিলেন ভারত অধিনায়ক।
জানিয়ে দিলেন, তিনি নিজের সংস্কৃতির মধ্যে থেকেই নতুন ভারতের প্রতিনিধিত্ব করছেন। যে সমস্ত ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি। বোর্ডের টুইটার হ্যান্ডলে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কোহলি বলেছেন, “আমি যা ছিলাম, সেটাই হয়ে থাকতে চাই। সেটাই আমার জন্য একদম ঠিক রয়েছে। আমি যে চরিত্রের মানুষ তা বিচার করে বলতে পারি, নতুন ভারতের প্রতিনিধিত্ব করছি। সেভাবেই নিজেকে সব সময় দেখতে চাই।”
বরং এক ধাপ এগিয়ে গ্রেগ চ্যাপেলের বক্তব্যকে খারিজ করে দিয়ে তিনি বলেছেন, “অস্ট্রেলীয়রা কী ধরনের মনোভাব নিয়ে চলেন, তার সঙ্গে নিজেকে তুলনা করার কোনও প্রশ্নই ওঠে না। আমি ভারতীয় ক্রিকেট দলের সংস্কৃতির সঙ্গে প্রথম দিন থেকে মানিয়ে নিয়েছি। সেটাই আমার পক্ষে উপযুক্ত। আমাদের এই নতুন ভারত যে কোনও ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি। আমরা আশাবাদী এবং ইতিবাচ মন নিয়ে চলাফেরা করি।
নিজেদের মতো করে যে কোনও ধরনের প্রতিকূলতা অতিক্রম করার লক্ষ্য নিয়েই আমরা খেলতে নামি।”প্রথম টেস্টের আগে কোহালির পর্যবেক্ষণ, “টেস্ট ম্যাচ নিয়ে নতুন করে কিছু ভাবার দরকার নেই। আমরা সকলেই এই ফর্ম্যাটের ক্রিকেটের সঙ্গে পরিচিত। তবে গোলাপি বলে দিনরাতের ম্যাচ হবে বলে কিছু বিষয় সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।
বিশেষ করে, গোধূলির সময় কীভাবে বোলিং করা উচিত অথবা তখন ব্যাটিং কেমন হওয়া দরকার, সেটা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আমি নিজেও সেটা নিয়ে ভাবনাচিন্তা করে রেখেছি। আসল বিষয় হল, প্রয়োজনের সময় পরিকল্পনা কাজে লাগছে কি না। সেটাই কিন্তু ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা নিয়ে থাকে।”
যোগ করেছেন, “অস্ট্রেলিয়া ঘরের মাঠে প্রত্যেক মুহূর্তে আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। মাথা ঠান্ডা রেখে, অহেতুক উত্তেজিত না হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে আমাদের। সিরিজে চার টেস্টেই আমরা যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি, সেটা আগে নিশ্চিত করতে হবে।”