অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের শারীরিক অবস্থা গুরুতর। যে কারণে মঙ্গলবার রাতেই তাঁকে তড়িঘড়ি গুরুগ্রামের মেদান্ত হাসপাতলে ভর্তি করা হয়। জানা গিয়েছে মন্ত্রীর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।
তবে বুধবার দুপুর পর্যন্ত মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি।উল্লেখ্য, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ভিজ। রাজ্যের প্রথম মানুষ হিসেবে অনিল ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। কিছু দিনের মধ্যেই তিনি করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে সিভিল হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
সিভিল হাসপাতাল থেকেই শনিবার তাঁকে রোহতক পিজিআইএমএস- এ স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় মঙ্গলবার রাতে তাঁকে নিয়ে আসা হয় মেদান্ত হাসপাতালে।মন্ত্রীর পরিবারের লোকজনের অভিযোগ, পিজিআইএমএস হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। সে কারণেই তাঁকে মেদান্ত হাসপাতালে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ভ্যাকসিন নেওয়ার পরও মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছিল। সে সময় সব বিতর্কের অবসান করে মন্ত্রী নিজেই জানিয়েছিলেন, প্রথম ভ্যাকসিন নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। দ্বিতীয় ডোজ নেওয়ার ৪২ দিন পর তৈরি হয় অ্যান্টিবডি। কিন্তু তাঁর ক্ষেত্রে সেই সময় মেলেনি।
তাই এক্ষেত্রে টিকা কার্যকর নয় এমন অভিযোগ করা যায় না। মন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ভারত বায়োটেকের পক্ষ থেকেও একই কথা জানানো হয়। উল্লেখ্য স্বাস্থ্যমন্ত্রী প্রথম ডোজ নেওয়ার পক্ষকালের মধ্যেই করোনায় আক্রান্ত হন।