অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। এবার থেকে বছরে চারবার জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, এমনটাই চিন্তাভাবনা চলছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল। একই সঙ্গে মন্ত্রী বৃহস্পতিবার জয়েন্ট জেইই-মেইন প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেন। মন্ত্রী জানিয়েছেন, ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রথম দফার পরীক্ষা নেওয়া হবে। পরের তিন দফার পরীক্ষা হবে যথাক্রমে মার্চ, এপ্রিল ও মে মাসে।
২০২১-এর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই প্রথম দফার পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। পরীক্ষা হবে দুই দফায়। প্রথমে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা চলবে। মন্ত্রী এদিন আরও বলেন, তাঁরা করোনাজনিত পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল আছেন। তাই প্রয়োজনে জেইই-মেইন পরীক্ষার সিলেবাস কিছু কাটছাঁট করা হতে পারে। ২০২১- এর শিক্ষাবর্ষ কবে শুরু হবে তা নিয়ে আলোচনা চলছে। ওই আলোচনার মিটে গেলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রমেশ বলেন, শিক্ষার্থীরা যাতে আরও বেশি করে জেইই-মেইন প্রবেশিকা পরীক্ষায় বসার সুযোগ পায় সে কারণেই বছরে চারবার জয়েন্ট পরীক্ষার কথা ভাবা হচ্ছে। করোনাজনিত পরিস্থিতিতে অনেক ছাত্রছাত্রীর প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। নির্দিষ্ট সময়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। সেসব কথা ভেবেই বছরে চারবার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা। কেউ যদি চারবার পরীক্ষায় বসে সেক্ষেত্রে ফলাফল প্রকাশের সময় সবচেয়ে ভালো নম্বরটি বিবেচনা করা হবে। পরীক্ষার্থীরা কোন কোন ভাষায় জয়েন্টের উত্তর দিতে পারবেন মন্ত্রী এদিন তাও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, হিন্দি ইংরেজি, গুজরাতি, ভাষা ছাড়াও শিক্ষার্থীরা বাংলা, অসমীয়া কন্নড়, মালায়ালাম, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন।