অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে তারা বিহারবাসীকে বিনামূল্যে করোনার টিকা দেবে।
সেই প্রতিশ্রুতি পালন করতে রীতিমত বিধানসভায় পাস হল একটি প্রস্তাব। ওই প্রস্তাবে বলা হয়েছে, করোনার টিকা এলে তা বিনামূল্যেই রাজ্যের মানুষকে দেওয়া হবে। একই সঙ্গে বিহার বিধানসভায় পাস হয়েছে ২০ লাখ সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তাব।
এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে এনডিএ দু’টি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিয়েছিল। যার একটি হল সরকারি চাকরি এবং অন্যটি করোনার টিকা। বিধানসভার নির্বাচনী প্রচারে এনডিএর পক্ষ থেকে সর্বত্রই বলা হয়েছিল, ক্ষমতায় ফিরলে তারা রাজ্যে বিপুল কর্মসংস্থান তৈরি করবে। একই সঙ্গে বিহারবাসীকে বিনামূল্যে করোনার টিকা দেবে।
সেই প্রতিশ্রুতি পূরণ করতেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিধানসভায় একটি প্রস্তাব পাস করিয়ে নিলেন। একই সঙ্গে বিধানসভায় মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ও বিবাহিত স্নাতক মহিলাদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। যারা স্কুলের গণ্ডি অতিক্রম করেছে তাদের দেওয়া হবে ২৫ হাজার টাকা।
শুধু তাই নয়, মহিলারা নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য সুদ ছাড়াই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। করোনার টিকা সম্পর্কে নীতীশ কুমার জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকেই করোনার টিকা দেওয়া শুরু হতে পারে। টিকা সংরক্ষণ ও বন্টনের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে। টিকা এসে গেলে খুব দ্রুত মানুষকে দেওয়া হবে।
উল্লেখ্য, আরজেডি ও কংগ্রেস অভিযোগ করেছিল ভোটে জিততে মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ। ভোট মিটে গেলেই এই প্রতিশ্রুতি তারা ভুলে যাবে। বিরোধীদের জবাব দিতে তাই মুখ্যমন্ত্রী টিকাকরণের বিষয়ে বিল পাস করালেন বলে মনে করছে রাজনৈতিক মহল।