স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। মিছিলের বিনিময়ে খাদ্য আর মিলবে না রাজ্যে। ক্যাডার গিরি করে রাজ্যে রোজগার করা যাবে না। কমিশন খাওয়া যাবে না। রোজগার করতে কাজ করতে হবে। রাজ্যে ২৫ বছর কমিউনিস্টরা বিনাশ করেছে। কিন্তু এখন রাজ্যের যুবক-যুবতীরা স্বনির্ভর হচ্ছে। কৃষকরা জমিতে যেতে শিখেছে। মিছিলে আর ঘুরে না মানুষ।
বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখে কৃষক সম্মেলনে বক্তব্য রেখে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কৃষকরা আগে ফসল নিয়ে বাজারে গিয়ে দালালদের কাছে বসে থাকতো ফসল বিক্রি করার জন্য। এখন নয়া কৃষি আইনের পর কৃষকরা বলে আগেই মূল্য দিতে হবে, তারপর ফসল দেওয়া হবে। নয়া কৃষি আইনের ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। যেমন রাজ্যের বাজারে এখন আর ১০ টাকা থেকে ১২ টাকায় ধান বিক্রি হয় না।
এমএসপি লাগু হওয়াতে এখন কৃষকরা কম করে ১৭ টাকা করে ধান বিক্রি করতে পারছে। সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে সেই দিশায় কাজ করছে। রাজ্যে বিগত সরকার ২৫ বছরের ১১ হাজার থেকে ১৩ হাজার জলের সংযোগ দিয়েছে। কিন্তু বর্তমান সরকার এক বছরে এক লক্ষের উপর জলের সংযোগ দিতে সক্ষম হয়েছে।
সরকার যেসব প্রকল্প চালু করেছে, সেসব প্রকল্পের সুযোগ-সুবিধা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় সে বিষয়ে কার্যকর্তাদের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা সহ অন্যান্যরা।